নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। শুক্রবার (২০ অক্টোবর) রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) ও ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২)।

পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। নাটোরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ক্রিস্টাল মেথ বা আইস নামে উচ্চমূল্যের এই মাদক ধরা পরলো।

শনিবার সকালে ডিবির ওসি আব্দুল‌ মতিন ঢাকা পোস্টকে জানান, আটকৃত দুই যুবকের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

গোলাম রাব্বানী/এএএ