স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে। তারা দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হচ্ছে। বিএনপি-জামায়াত ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র-সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলার শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে। তারা গ্রেনেড হামলা ও অগ্নি-সন্ত্রাস করেছে। বিএনপির সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেশি হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন। বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের দ্বারা দেশের উন্নয়ন হয় না। আর আওয়ামী লীগের সময় দেশে কত উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান এবং আপনারা দেখতে পাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে আওয়ামী লীগের সময় মানুষ শান্তিতে আছে। আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারছেন, শান্তিতে ব্যবসা করছেন, চাকরি করছেন এবং দেশের উন্নয়নে সকলেই সহযোগিতা করতে পারছেন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি-বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমাদের কাজ করতে হবে। ধর্মের মাধ্যমে বিভেদ সৃষ্টি করা যাবে না, ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক জায়গায় ধর্মের নামে বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। নারী-পুরুষ এমনকি শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে সকলেই সমান অধিকার ও সুযোগ পাচ্ছে।বাংলাদেশের স্বার্থ সবার ওপরে রাখতে হবে। বিশৃঙ্খলার মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে না। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এই বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের সময় সকল ধর্মের লোকই রক্ত দিয়েছেন। ধর্ম আমাদের ভালোবাসা ও ঐক্য শেখাবে, ধর্মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সদর ও সাটুরিয়া উপজেলার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে প্রধানমন্ত্রীর উপহার এবং ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহযোগিতা করেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সোহেল হোসেন/এমজেইউ