বিএনপি দাবি তোলার আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আমার বাংলাদেশ পার্টি ( (এবি পার্টি) দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে আন্দোলন করছি। এই দাবির বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রতিনিধি কর্মশালায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সোলায়মান চৌধুরী বলেন, আমাদের দলের ওপর সরকারের কোনো প্রভাব নেই। যদি প্রভাব থাকত তাহলে আমরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতাম। এই দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে নিজেরা লাভবান হবো, অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা নিব, এবি পার্টি এমন দল নয়।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে এবি পার্টি গঠন করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলে জামায়াতের লোকজন আছে। বিএনপির লোকজন আছে, কমিউনিস্ট পার্টির লোকজন আছে। শুধু তাই নয় ন্যাপের ও জাসদের লোকজনও আছে। তাহলে তাদেরকে কীভাবে মূল্যায়ন করবেন।

সোলায়মান চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রত্যেকটি কর্মসূচিতে এবি পার্টি স্বতন্ত্রভাবে মাঠে আছে। বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে রাজনৈতিক জোটে না থাকলেও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি বা অন্যান্য জোটের বাইরে এবি পার্টি আন্দোলন করবে।

এ সময় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ছাড়াও রংপুর জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর