ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আবুল বাশার (৫০) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিঁড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি সোনাগাজী উপজেলার দারোগার হাট আল জামেয়াতুল দ্বীনিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক।

পুলিশ জানায়, শনিবার বিকেলে আবুল বাশার তার স্ত্রীকে নিয়ে শহরে পারিবারিক কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশা করে ফেনী থেকে সোনাগাজীর নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের কলঘর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ উল্টে সড়কের বাইরে পড়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তারেক চৌধুরী/এমজেইউ