রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাজবাড়ী জেলা বিএনপির ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে সাতজনকে জামিন দেওয়া হয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে আইনজীবী নেকবর হোসেন মনি তাদের জামিন আবেদন করলে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মাৎ জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস তসলিম,পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সদস্য জাহিদুল ইসলাম,পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ, মৌরাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব একেন আলী বিশ্বাস, মাঝবাড়ি ইউনিয়ন যুবদলের সাইফুল ইসলাম, গোয়ালন্দঘাট যুবদলের সদস্য মো. সবুজ ও রাজবাড়ী পৌর বিএনপির সদস্য মোস্তফা কামাল।

জানা গেছে, নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্টের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সকালে তারা রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত ১০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সাতজনের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর রাতে ১১১ জনের নাম উল্লেখসহ ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেছিল।

মীর সামসুজ্জামান/আরএআর