সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে : মেয়র টিটু
বিজয়া দশমীর পূজা শেষে দেবী দুর্গার বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহ নগরীর প্রধান বিসর্জন ঘাট। সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কাচারিঘাটে অবস্থিত এ বিসর্জন ঘাট পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েক দিন ধরেই কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ঘাটের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি বিজয়া দশমীর পূজা শেষে সুষ্ঠু ও সুন্দরভাবে বিসর্জন সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ে বিসর্জনের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, বিসর্জন সম্পন্ন করার জন্য সরকার একটি সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে।
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আশাকরি প্রতিমা বিসর্জনে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবেন না। সবাই সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন করতে পারবেন।
উবায়দুল হক/এমজেইউ