দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ মো. লিটন (৪৫) নামের এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোররাতে জোহানেসবার্গ শহরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মো. লিটন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
জানা যায়, ২০১৭ সালে ভাগ্য পরিবর্তনের আশায় লিটন দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। গত ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে লিটন স্থানীয় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, সন্ত্রাসীরা আমার ভাইয়ের কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা ভাইকে লক্ষ্য করে গুলি চালায় এবং বেধড়ক মারধর করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকায় বসবাস করা অ্যাডভোকেট আশরাফুল করিম ঢাকা পোস্টকে বলেন, প্রায় সময় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী ও ডাকাতের কবলে পড়ে প্রাণ হারান বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা। নিহত লিটন অত্যন্ত নম্র, ভদ্র ও পরোপকারী ছিলেন। তার এমন বিদায় আমরা মেনে নিতে পারছি না।
বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বাবলু ঢাকা পোস্টকে বলেন, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার তার মরদেহ দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।
হাসিব আল আমিন/এমজেইউ