ফাইল ফটো

পঞ্চগড়ে ধানখেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সমিজ উদ্দিন (৫৩) নামের এক কৃষকের। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউপির অন্তর্গত দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সমিজ উদ্দিন ওই ইউনিয়নের মুহুরীজোত বাসিন্দা ও ওই গ্রামের জসির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে সমিজ উদ্দিন বাড়ির পাশে দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় নিজের ধানখেত দেখতে যান। আইলে হাটার সময় ওই এলাকায় ওজোন স্টেশনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক লিকেজ হয়ে থাকা এক তারে স্পৃষ্ট হয়ে তিনি খেতেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সাংবাদিকদের বলেন, ঘটনাটি শোনার পর থানা পুলিশকে খবর দিলে ধানখেত থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল নির্ণয় করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এসকে দোয়েল/আরকে