ফরিদপুরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০২ জন। সোমবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন।
ডেঙ্গুতে মৃতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী এলাকার সেলিমের স্ত্রী জেসমিন (৩২), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার জব্বার মোল্লার ছেলে আশরাফ মোল্লা (১১) ও মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকার শহিদুলের স্ত্রী জাহানারা (৪২)।
বিজ্ঞাপন
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৮ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ১২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সবাইকে নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
বিজ্ঞাপন
জহির হোসেন/এএএ