ট্রাক মালিক হত্যার ঘটনায় পলাতক চালক গ্রেপ্তার
চাঞ্চল্যকর ট্রাক মালিক নুর ইসলাম হত্যা মামলার পলাতক আসামি ট্রাকচালক মো. লাবুকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার জানান, ২২ অক্টোবর ভোরে নাটোরের সিংড়া উপজেলার নাটোর- বগুড়া মহাসড়কের জামতলি এলাকায় মাথায় বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত নুর ইসলাম (৫১) পঞ্চগড়ের তেতুলিয়া থানার বাবুয়ানী জোত গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বছির উদ্দিন (৬০) এসে বাদী হয়ে ট্রাকচালক মো. লাবুসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন। আসামি লাবু পঞ্চগড় সদরের জাবুরী দোয়ার এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পরে হত্যার মূল রহস্য উদঘাটনসহ মামলার মূল আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে ট্রাক এবং হত্যার কাজে ব্যবহৃত লিভারসহ ট্রাকচালক লাবুকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি লাবু ভিকটিম নুর ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী। নুর ইসলাম নিজের ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতো। ঘটনার দিন রাতে ভিকটিম ও ট্রাকচালক লাবু দিনাজপুর ফুলবাড়ি থেকে পাথর নিয়ে শেরপুরের উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে ট্রাকচালক লাবু তার সহযোগীদের দিনাজপুরের বিরামপুর থেকে ট্রাকে উঠিয়ে নেয়। আসামিরা পরস্পরের সহযোগিতায় ট্রাক মালিক নুর ইসলামকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ট্রাকের লিভার দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী নামকস্থানে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
গোলাম রাব্বানী/আরকে