আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু
রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
পবিত্র সিংহ ভারতের মধ্যপ্রদেশের মাদলা জেলার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক বলেন, গত ১৭ অক্টোবর পবিত্র সিংহ রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রাতে হঠাৎ বুকে ব্যথা নিয়ে লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।
ওসি আরও বলেন, মরদেহ রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে মরদেহ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
শাহিনুল আশিক/এএএ