খুমেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, বাগেরহাট সদরের শাহীন (৬৫) ও নড়াইল লোহাগড়া পদ্মবিল এলাকার কমলা (৩২)। এদিকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি রয়েছে। যা চলতি বছরে খুমেক হাসপাতালে সর্বাধিক ডেঙ্গু রোগী।
বিজ্ঞাপন
বুধবার (২৫ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে সর্বমোট ২ হাজার ৭১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি রয়েছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরকে