বন্ধুকে জবাই করে বাবাকে মরদেহ বের করতে বলল ছেলে
মরদেহটি উদ্ধার করেছে পুলিশ
সাতক্ষীরা শহরের কাশেমপুর মালীপাড়ায় বন্ধুর হাতে সালাউদ্দীন আহমেদ (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘরের মধ্যে তাকে জবাই করে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালাউদ্দীন আহমেদ শহরের কাশেমপুর গ্রামের শাহজাহান আলী বাবুর ছেলে। অভিযুক্ত সাগর হোসেন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা হাসানুজ্জামান শাওন জানান, সালাউদ্দীন তার বন্ধু সাগরের সঙ্গে নিজ বাড়িতে নেশা করছিল। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দীনকে জবাই করে পালিয়ে যায় সাগর।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে বলে- ‘সালাউদ্দীনকে আমি মেরে ফেলেছি, লাশটি ঘর থেকে বের করে আনো।’
বিজ্ঞাপন
তিনি বলেন, মুহূর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানার পরই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনও জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলছে। এখনও হত্যাকারীকে আটক করা যায়নি।
আকরামুল ইসলাম/আরএআর