সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরী কুশিয়ারা কনভেনশন হলে বাজেট ঘোষণা করা হয়। 

চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরীর। মেয়াদ শেষের ১২ দিন আগে পেশকৃত বাজেট বক্তৃতাকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রতি সরকারের বৈষম্য ও তার প্রতি অবিচারের অভিযোগ তোলেন।

এ সময় তিনি বলেন, বিগত দুটি মেয়াদে কাজ করতে গিয়ে আমি কতটা বাধা-বিপত্তি, ষড়যন্ত্র ও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলাম তা আপনারা সবাই ভালোভাবেই অবগত আছেন। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম মেয়াদে প্রায় দুই বছর আমাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারান্তরীণ রাখা হয়, এরপর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর করোনার কারণে প্রায় দুই বছর স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড থমকে গিয়েছিল। অর্থাৎ আমার দুই মেয়াদের ১০ বছরের মধ্যে প্রায় চার বছরই স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। তারপরও যে সময়টুকু আমি পেয়েছি সিলেট মহানগরবাসীর উন্নয়নে আমি মন প্রাণ সপে দিয়ে আপসহীনভাবে কাজ করেছি। কোনো রক্তচক্ষুকে গ্রাহ্য করিনি। অন্যায়ের কাছে মাথা নত করিনি।

গত ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ছিল সর্বাধিক ১০৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা। আগের বাজেটের তুলনায় এবারের বাজটের আকার ১১৫ কোটি ১৫ লাখ ৯৪ হাজার টাকা কম। 

বাজেটে হোল্ডিং ট্যাক্স বাবদ সর্বাধিক আয় ৪৮ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার টাকা এবং রাজস্ব খাতে ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা সর্বাধিক ব্যয় ধরা হয়েছে।

নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর সহযোগিতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবনির্বাচিত মেয়রকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান আরিফুল হক চৌধুরী। এছাড়া মেয়র না থাকলেও তিনি সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর- বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন) ২০০৯ এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

মাসুদ আহমদ রনি/আরএআর