আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিএনপির সমাবেশ ঘিরে রাস্তায় সক্রিয় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে লাঠি হাতে সাভার থানা স্ট্যান্ডের পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

অবস্থান কর্মসূচিতে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারকে লাঠি হাতে অবস্থান নিতে দেখা গেছে। 

এ ব্যাপারে কবির হোসেন সরকার বলেন, জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা অবস্থান নিয়েছি। আজ সারাদিন এই কর্মসূচি পালন করা হবে। 
এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি। 

লাঠি হাতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের সভাপতি ফয়সাল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবরসহ নেতাকর্মীরা।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। 

মাহিদুল মাহিদ/আরএআর