তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সেবা, উন্নয়ন এবং সুশাসন। জনগণকে এই সেবা, উন্নয়ন ও সুশাসন উপহার দেওয়াই আমার রাজনীতির একমাত্র লক্ষ্য।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সারা বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে প্রায় ৯ কোটি মানুষ সেবা গ্রহণ করেছে। যেখান থেকে ২৭ রকমের ওষুধ মানুষ বিনামূল্যে পেয়েছে। জনগণ পরপর তিনবার জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বলেই এতো উন্নয়ন হয়েছে। 

তিনি বলেন, যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসতো, যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা নির্বাচিত না করতেন তাহলে সিংড়ায় ৫০ শয্যা হাসপাতাল হতো না। গত ১৪ বছরে তিনটি অ্যাম্বুলেন্স মাননীয় প্রধানমন্ত্রীর কাছ আমরা থেকে পেয়েছি। 

প্রতিমন্ত্রী বলেন, আল-বাশার ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার মানুষ বিনামূল্যে চোখের সেবা পাচ্ছে। ১৫ শ মানুষের‌ চোখের ছানি অপারেশন করা হয়েছে। 

তিনি বলেন, আমার স্বপ্ন সিংড়ার একটি মানুষকেও যাতে চোখে ছানি নিয়ে দেখতে না হয়। একেবারেই ছানি মুক্ত সিংড়া গড়ে তুলতে চাই, সেই সঙ্গে একটি মানুষও যাতে অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, আল-বাসার ফাউন্ডেশনের অ্যাডমিন ডা. তাহের ও উপদেষ্টা ডা. মো. সালমান প্রমুখ। 

গোলাম রাব্বানী/আরএআর