মানবেন্দ্র চক্রবর্তী ও মো. শাহানুর ইসলাম

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের জন্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. শাহানুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্য নবনির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আবুল বাশার আব্বাসী (দৈনিক বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন (বাংলাভিশন টেলিভিশন), সহ-সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ), মো. ইউসুফ আলী (চ্যানেল-২৪), সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন রিপন (মোহনা টেলিভিশন), দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ্ (দৈনিক দেশের কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. সোহেল হোসেন (ঢাকাপোস্ট.কম), সমাজসেবা সম্পাদক মো. শফিকুল ইসলাম সুমন (দৈনিক আজকালের খবরের), সদস্য পদে দৈনিক জনতার প্রতিনিধি আলো খান ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি এবিএম কামরুদ্দিন রেজা। আগামী ২০২৩-২০২৬ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রেডিও বাংলাদেশের সাংবাদিক সূরুজ খান প্রধান নির্বাচন কমিশনার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম (লাবলু) এবং প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এবং কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু বলেন, সাংবাদিকরা সব সময় জীবন বাজি রেখে কাজ করেন। এই সংগঠনটি দেশের পুরাতন ও ঐতিহ্যবাহী। ‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই স্লোগানকে সামনে রেখেই পথ চলছে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখা। সমিতির নবনির্বাচিতরা এই সংগঠনকে আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। গণমাধ্যমকর্মীরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম বলেন, আমরা আগামী দিনে সবাই মিলে এ সংগঠনের কাজকে আরও গতিশীল করবো। মানিকগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো। সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে এই জেলার সাধারণ মানুষের দুঃখ-দুরশা, দুর্ভোগ, ভোগান্তি, উন্নয়ন ও সম্ভাবনার দিক তুলে ধরা হবে। এ ছাড়া অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদনও প্রকাশিত হবে।

সোহেল হোসেন/এমজেইউ