নরসিংদীর রেলস্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ বিএনপির ৬০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ট্রেনে ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় নাশকতা চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

আজ দুপুরে ওসি আবুল কাসেম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকা যাওয়ার সময় কিছু বিএনপির নেতাকর্মী নাশকতা করার উদ্দেশ্যে ট্রেনকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষার্থে শর্টগানের ৩৫টি গুলি ছুড়ে। পরে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাথরে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, এসআই জয় বনিক, এএসআই নাজমুল ও কনস্টেবল মশিউর রহমান।

তন্ময় সাহা/এমজেইউ