বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল, অগ্নি-সন্ত্রাস, হত্যা, নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করা হয়।

রোববার (২৯ অক্টোবর) সকালে নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সঞ্চালনায় ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রংপুর জেলা ছাত্রলীগের হরতালবিরোধী বিক্ষোভ মিছিল 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। এ সময় সারা দেশের মতো রংপুরবাসীও বিএনপি-জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন নেতারা।

এর আগে দুপুরে জাহাজ কোম্পানি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের নেতৃত্বে হরতালবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি সমাবেশে গিয়ে মিলিত হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এনটি