গাজীপুরে শ্রমিক আন্দোলন
এবার চন্দ্রায় ট্রাক ও পিকআপে আগুন
এবার গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন দিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন যাবত বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন দেন আন্দোলনরত শ্রমিকরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গিয়ে মালামালে আগুন লাগে। তার কিছু সময় পরই পাশের একটি পিকআপে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যান। এরপর পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।
বিজ্ঞাপন
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা। এরপর চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে অবস্থিত ওয়ালটন প্লাজায় আগুন দেন তারা। এ সময় একটি পিকআপেও আগুন দেওয়া হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞাপন
শিহাব খান/আরএআর