সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মাদারীপুর সদর উপজেলায় সাপের কামড়ে জলিল মাতুব্বর (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ শেষে নিজ বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন কৃষক জলিল মাতুব্বর। হঠাৎ একটি বিষাধর সাপ তার গায়ে এসে পরে তার হাঁটুর ওপরে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
মাদারীপুর হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহিন বলেন, তারা হাসপাতালে রোগীকে দেরি করে আনায় তার শরীরের সর্ব অঙ্গে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রাকিব হাসান/এনএফ