ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা ঠেকাতে দুটি হটলাইন নম্বর চালু করেছে জেলা প্রশাসন। এই নম্বর দুটিতে ফরিদপুরের বাসিন্দারা যেকোনো নাশকতার তথ্য থাকলে তা জানাতে পারবেন।

মঙ্গলবার এ হটলাইন নম্বর দুটি চালু করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয়। 

হটলাইন নম্বর দুটি হলো— ০২৪৭৮৮০২৬৮০ ও ০১৭০১৬৭০০০৬।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক হটলাইন নম্বর দুটি চালু করা হয়েছে।

জহির হোসেন/এনএফ