নারীর ক্ষমতায়নে উদ্বুদ্ধকরণে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্সের (এনসিটিএফ) যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত এক ঘণ্টার জন্য ফেনী সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে এক ঘণ্টার প্রতীকী এ দায়িত্ব পালন করা ফাতিহা জান্নাত ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হালিমা আক্তারের মেয়ে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বক্তব্যে তিনি বলেন, এটি নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করতে পারে। তবে এগিয়ে যাওয়ার পথে যদি সৎ থাকা যায় তাহলে এসব একদিন মিথ্যা প্রমাণ হবে। নারী নেতৃত্বের ক্ষেত্রে আজকের এ প্রতীকী চেয়ারম্যান অনুকরণীয় হবে। 

নারীরা আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দেবে উল্লেখ করে শুসেন চন্দ্র শীল বলেন, একসময় মানুষের ধারণা ছিল, নারীরা শুধু বাড়ির আঙিনায় থাকবে, রান্নাবান্না করবে, স্বামীর খেদমত বা ছেলে-মেয়েদের বড় করে তুলবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল ভেঙে দিয়েছেন। আজকে আমরা ২০৪১ সালের মধ্যে সম্ভাবনাময় একটি উন্নত বাংলাদেশের কথা ভাবছি। সেটি কি নারীদের বাদ দিয়ে ভাবা যায়। আজকের এ শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দেবে। 

প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত বলেন, এ প্রতীকী দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এটি আমার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নারীরা সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে সেটির প্রমাণ এ আয়োজন। প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষা, ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জয়িতা কর্নার স্থাপন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ মানুষের কল্যাণে কাজ করব।  

তারেক চৌধুরি/এনএফ