নোয়াখালীতে মোড়ে মোড়ে বিএনপির ঝটিকা মিছিল
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে মোড়ে মোড়ে ঝটিকা মিছিল করেছে নোয়াখালী বিএনপি।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়ক থেকে শুরু হয়ে একটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করেই ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় শহরের রশিদ কলোনির সামনের সড়ক থেকে শুরু হয়ে আরেকটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করে।
বিজ্ঞাপন
মিছিল দুইটির নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান। এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।
বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধকে কেন্দ্র করে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশিরভাগ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়ছে। তবে ছেড়ে যায়নি কোনো দূর পাল্লার বাস।
বিজ্ঞাপন
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অবরোধের নামে নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পুলিশের বিভিন্ন টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে বিজিবি ও র্যাব সদস্যরা।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অবরোধের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। এই জন্য র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরাসহ ম্যাজিস্ট্রেটরা নিয়মিত কাজ করছেন। কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/আরকে