কুড়িগ্রাম জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজার রহমান মোস্তফা‌

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পু‌লিশ জানায়, বিএন‌পি ও জামায়া‌তের ডাকা চলমান অব‌রো‌ধে নাশকতার অভিযোগে জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজার রহমান মোস্তফা‌কে গ্রেপ্তার ক‌রে সদর থানা পু‌লিশ। এ ছাড়া রা‌জিবপুর উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক শা‌মীম হো‌সেন, উলিপুর উপ‌জেলা জামায়া‌তের সা‌বেক সে‌ক্রেটা‌রি র‌ফিকুল ইসলাম এবং রৌমারী উপ‌জেলা জামায়াতের কর্মী র‌ফিকুল ইসলাম, শাহাদত হো‌সেন ও ফ‌রিদুল ইসলামসহ বিএন‌পি-জামায়া‌তের নয়জন নেতাকর্মী‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল করা হলেও কেউ রিসিভ করেননি।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মো. জুয়েল রানা/এমজেইউ