দীর্ঘদিন ধরে মিটার ছাড়াই বিদ্যুৎ চালাচ্ছিলেন আ.লীগ নেতা বাবু
বিদ্যুৎ চুরির অভিযোগে বরিশালে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল বিদ্যুৎ আদালতে ওজোপাডিকো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এর উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মামলায় অভিযুক্ত আসামি শফিকুল ইসলাম বাবু বরিশাল সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের আলতাফ সরদারের ছেলে। আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার জানান, আসামি কোনো মিটার ব্যবহার না করে সরাসরি হুকিং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন।
গত ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং লাইনের অবৈধ তার জব্দ করা হয়। ওইদিনই তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।
বিজ্ঞাপন
এই কর্মকর্তা জানান, দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ৮ হাজার ২০০ ইউনিট ব্যবহার করেছেন। এতে তিনি ২ লাখ ৯৩ হাজার ৩০৩ টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন। তাই বিদ্যুৎ চুরি আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস