এলএলবি পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেপ্তার হলেন মহিলা দলের নেত্রী
এলএলবি পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বগুড়ায় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
নাজমা আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী ও বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে অগ্নিসংযোগ আর বিস্ফোরণ মামলার এজাহারনামীয় আসামি। গত ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।
র্যাবের কমান্ডার আরও বলেন, গ্রেপ্তারের পর নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সদর থানা পুলিশের তদন্ত (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান বলেন, নাজমা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তার নারীকে আমরা বিকেলে আদালতে পাঠিয়ে দিয়েছি।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়া পর কাউকে গ্রেপ্তার করা প্রহসনের সামিল। এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।
আসাফ-উদ-দৌলা নিওন/আরকে