দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত কলেজছাত্র, আহত ৩
জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার আহমেদ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র কাওসার আহমেদ জেলা শহরের চন্দ্রা উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহতেরা হলেন, আব্দুল্লাহ আল আমিন (২৫) ও মো.আতিকুর রহমান লিমন (২৪) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজর শিক্ষার্থী এবং রিফাত (১৬) নামের একজন স্কুল শিক্ষার্থী।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ শিক্ষার্থী কাওসার আহমেদ ও রিফাত নিজ বাড়ি চন্দ্রা উত্তপাড়া থেকে মোটরসাইকেলে করে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান লিমন মোটরসাইকেলে করে ছাত্রাবাসে ফেরার পথে মেডিকেল কলেজের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী কাওসার আহাম্মেদকে মৃত বলে জানান।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
রকিব হাসান নয়ন/আরকে