রাঙামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদী বাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৪ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরিমিলা চাকমা (৪৫) এবং গুরিমালা চাকমা (৫৫)। আহতরা হলেন- রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরি চাকমা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভেদভেদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদুল হক ঢাকা পোস্টকে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসটি বেগতিকভাবে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা। পরে আমরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ঢাকা পোস্টকে আরেক প্রত্যক্ষদর্শী আবু হেনা রনি বলেন, আমি চায়ের দোকানে ছিলাম। হঠাৎ শব্দ শুনে বাইরে এসে দেখি বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে। পরে আমরা অটোরিকশা থেকে যাত্রীদের উদ্ধার করি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনায় যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে দুইজন মৃত ছিলেন। এ ছাড়া আরও চারজনের অবস্থা গুরুতর। তিনজনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে জানতে পারি বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে বাসটিকে আটক করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিশু মল্লিক/এমজেইউ