খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম প্রশাসক সিরাজুল ইসলাম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রোববার (৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি রোববার ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। তার জানাজা নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ মিলন/আরকে