কিশোরগঞ্জে সকাল থেকেই পালিত হচ্ছে জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল কর্মসূচি। রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের জেলখানা মো‌ড়ের কা‌ছে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেন বিএন‌পি নেতাকর্মীরা।

হরতাল-অবরোধ সমর্থনে ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ ও বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা। 

এসময় বিএনপির নেতাকর্মীদের রাস্তায় টায়ার জ্বালিয়ে, হরতাল অবরোধ সফল করতে, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপি সভাপতিসহ জেলার সব নেতাদের মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, কিশোরগঞ্জে ভৈরব থেকে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধের মধ্যেই অর্ধবেলা হরতাল পালন করছে জেলা বিএনপি। এছাড়াও একই দাবিতে ভৈরবে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন,আমাদের প্রত্যেতকটি কর্মসূচি শান্তিপূর্ণ। আমাদের কর্মসূচিতে জনগণের সমর্থন রয়েছে। জনগণ আমাদের সঙ্গে আছে হামলা-মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। খুব শীঘ্রই আন্দোলন চুড়ান্ত ধাপে পৌঁছাবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন কিশোরগঞ্জে আমাদের তিন কর্মীকে হত্যা এবং অসংখ্য মানুষকে আহত করা হয়েছে গতকাল থেকে এই পর্যন্ত জেলায় ১০ জনেরও বেশি বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে। আমাদের সভাপতিসহ নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার বিএন‌পির অব‌রোধ কর্মসূচি চলার সময় জেলার কু‌লিয়ারচ‌রে পু‌লি‌শের স‌ঙ্গে ও ভৈরবে ত্রিমুখী সংঘর্ষ হয় বিএন‌পি নেতাক‌র্মীদের। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সে সময় কুলিয়ারচরে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে ২ জন এবং পরদিন ভৈরবে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা‌ যান। এনিয়ে জেলায় তিন বিএন‌পি সমর্থক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবা‌দে অব‌রো‌ধের ম‌ধ্যেই গত বুধবার সকাল ৬টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করে কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পি।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বিএনপির নেতাকর্মীরা হরতাল-অবরোধের সমর্থনে কোথাও কোনো মিছিল বা টায়ার জ্বালানোর ঘটনা সকাল থেকে এখন পর্যন্ত ঘটেনি। এছাড়া আমার জানা নেই। আমরা এখনো ঘটনাস্থলে আছি।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরকে