নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। 

এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস ঢাকা পোস্টকে বলেন, এসব গ্রেপ্তার সম্পূর্ণ অবৈধ ও হয়রানিমূলক। মামলা-হামলা ও গ্রেপ্তার চালিয়ে বিএনপি নেতাকর্মীদের ও এই আন্দোলন দমানো যাবে না। আমরা এই যুবদল নেতাসহ গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীর মুক্তির দাবি জানাই।

শুভ কুমার ঘোষ/জেডএস