কাতারে অগ্নিকাণ্ডে চাঁদপুরের যুবক কাদেরের মৃত্যু
কাতারের দোহায় একটি গাড়ির গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের কচুয়ার যুবক মো. আব্দুল কাদেরের (৩৮) মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
মৃত আব্দুল কাদের উপজেলার দারাশাহী তুলপাই গ্রামের মো. আলী হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম রানু বেগম। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বিজ্ঞাপন
স্বজেনেরা জানান, বর্তমানে তার মরদেহ কাতারের হিমঘরে রয়েছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ করছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কাতারের দোহার শহরের একটি মার্কেটের পাশে গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাদেরের মৃত্যু হয়। কাদের প্রায় ২ বছর আগে কাতারে পারি জমান। রোববার রাতে সেখানে তার ফোরম্যানের সঙ্গে দেখা করতে ওই এলাকার একটি গ্যারেজে গেলে তিনিও অগ্নিকাণ্ডের শিকার হন। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার মরদেহ দেশের আনার জন্য আমার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার রাতে কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর মৃত্যু হয়। দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আনোয়ারুল হক/আরকে