রংপুরে অবরোধ কর্মসূচির সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে মোফাখখারুল ইসলাম মুন নামে গণতন্ত্র মঞ্চের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি গণসংহতির ভারপ্রাপ্ত জেলা সম্পাদক। এর আগে মিছিল ছত্রভঙ্গ করতে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি-জামায়াত-গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। রংপুর নগরীর প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে জীবন বীমা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে ফিরে আসেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সেখানে জমায়েত হয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জেএসডি জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি, মহানগর নেতা এবিএম মশিউর রহমান, আব্দুর সাদেক জিহাদী, গণসংহতির জেলা সমম্বয়কারী তৌহিদুর রহমান, রাজনৈতিক সমম্বয়ক জুবায়ের আলম জাহাজী প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেন। পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবতীর্তে পুলিশ অভিযান চালিয়ে গণসংহতির ভারপ্রাপ্ত জেলা সম্পাদক মোফাখখারুল ইসলাম মুনকে আটক করে।
 
গণতন্ত্র মঞ্চের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর