কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাঁকখালী নদী থেকে বালু তোলার সময় উঠে এলো ২ হাজার রাউন্ড গুলি। পরে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে। রোববার (১১ এপ্রিল) মধ্যরাতে বিমানবন্দরের বাঁকখালী নদীর অংশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে সম্প্রসারণের কাজ চলছে। কাজের জন্য বাঁকখালী নদী থেকে উত্তোলন করা বালুর সঙ্গে উঠে আসে গুলি। এসব বালু থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস ঢাকা পোস্টকে বলেন, বালু তোলার সময় উঠে এসেছে ২ হাজার রাউন্ড গুলি। এসব গুলি কোথায় থেকে কীভাবে আসলো, তা খতিয়ে দেখবে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিমানবন্দর সম্প্রসারণে বালু উত্তোলন করছে কর্তৃপক্ষ। সেখানে গুলি উঠে আসার তথ্য পেয়ে পুলিশ গুলিগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হতে পারে।

মুহিববুল্লাহ মুহিব/এএম