বগুড়ার মহাস্থান এলাকায় একটি পণ‌্যবাহ‌ী ট্রা‌কে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। ব‌ুধবার (৮ নভেম্বর) রাত পৌ‌নে ৯টার দি‌কে সদর উপ‌জেলার লা‌হিড়ীপাড়া ইউনিয়‌নের নাগরকান্দি এলাকার ঢাকা-রংপুর মহাসড়‌কে এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,  ভাঙ‌রি মালামাল নি‌য়ে লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এক‌টি ট্রাক ঢাকার দি‌কে যা‌চ্ছিল। পথিম‌ধ্যে নাগরকান্দি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাক‌টি থা‌মি‌য়ে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে পা‌লি‌য়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

ট্রাকের চালক মো. মিজান বলেন, প্রায় শতাধিক লোক হেঁটে এসে ট্রাকের গতিরোধ করে। ট্রাক থামাতেই তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ব‌লেন, ঘটনাস্থল বগুড়া সদ‌রের ম‌ধ্যে। আগুন লাগা‌নোর খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের লোকজন এসে নিয়ন্ত্রণে আনেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে আসি। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ট্রাকের সব মালামাল পুড়ে গেছে। 

আসাফ উদ দৌলা নিওন/আরএআর