খুনিদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় : বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যেখানে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করবে সেখানে তাদেরকে পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত খুনিদের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়। তারা সারা দেশে আবারো ধ্বংসযজ্ঞ শুরু করেছে।
তিনি বলেন, আন্দোলনের নামে সারা দেশে রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ ধ্বংস করছে। তারা দেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের এসব ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অপামর জনগণকে নিয়ে তাদের সব চক্রান্তকে প্রতিহত করবে।
বিজ্ঞাপন
বুধবার (৮ নভেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
বিজ্ঞাপন
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে বিএনপি-জামায়াতকে জানিয়ে দেওয়া হবে খুলনায় তাদের কোনো স্থান নেই। খুলনার জনগণ আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। সেই সঙ্গে আগামী নির্বাচনে খুলনার জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করে আগুন সন্ত্রাসীদের উচিত জবাব দেবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ নিয়ে উন্নয়ন পরিকল্পনার কথা জানাতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মাদ, মোজাম্মেল হক হাওলাদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএ