সাভারে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
সাভারে নাশকতা মামলায় ইউসুফ ব্যাপারী (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউপি সদস্য ইউসুফ ব্যাপারী আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি পূর্বপাড়া এলাকার মৃত ইউনুছ বেপারীর ছেলে। তিনি আমিনবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি আমিনবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ইউসুফ ব্যাপারী নাশকতার সঙ্গে জড়িত। এছাড়া তিনি নাশকতা মামলার আসামি। তিনি আমিনবাজার ইউনিয়নের পার্শ্ববর্তী কাউন্দিয়া ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে পালিয়ে ছিলেন।
সাভারের আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাস পোড়ানো, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/আরকে