বরগুনার আমতলীতে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট তালতলী থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আমতলী উপজেলার আমতলী-তালতলী সড়কের আড়পাংগাসিয়া বাজার নামক এলাকায় কামাল মৃধার মাছের ঘের সংলগ্ন সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাকুরা পরিবহনের ওই বাসটি তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসে তিনজন যাত্রী ছিলেন, তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবহনটির তালতলী কাউন্টারের পরিচালক আবু জাফর।

বাসের চালক বাবুল বলেন, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আড়পাংগাসিয়া বাজার এলাকায় পোঁছালে সেখানে ১০ থেকে ১২ জন লোক মিলে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। তারা ইট-পাথর ছোড়ার পাশাপাশি লাঠি ও পাইপ দিয়ে বাস ভাঙচুর করার একপর্যায়ে বাসে উঠে যাত্রীসহ আমাদের টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে দেয়। পরে বাসে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের ইতোমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

আরকে