টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই বিএনপি নেতাকে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানায় রয়েছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়ের করা ৬টি মামলায় ১৯৪ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/আরএআর