যশোরে ডেকে নিয়ে রাজিব ওরফে সাজিদ (২২) নামের এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বড় বাজার চুড়িপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ওরফে সাজিদ শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় বাজারের চুরিপট্টিতে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে মুরগিপট্টিতে চলে যায়। সেখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এক মুরগি দোকানের কর্মচারী তানভীর হোসেন বলেন, চুড়িপট্টির বিপি স্টোরের দিকে থেকে ওই যুবক দৌড়ে এসে এখানে পড়ে যায়। পেছন দিক থেকে ওই যুবককে দুর্বৃত্তরা ধাওয়া করে।

এদিকে খবর পেয়ে পুলিশ গিয়ে রাজিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

চুরিপট্টির ভাই হোসিয়ারি স্টোরের মালিক অমিত দাস বলেন, রাজিব মাত্র তিনদিন আগে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। রাজিব কিছু খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করত। হয়তো তারা ছুরিকাঘাত করেছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে তদন্ত এবং খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, এই হত্যার ঘটনায় অভিযান চলছে। কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

এ্যান্টনি দাস অপু/এমএ