ফেনী-নোয়াখালী ফোরলেন প্রকল্পের মেয়াদ বাড়ল ৪ বার
গুরুত্বপূর্ণ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোরলেন প্রকল্পের কাজ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। প্রকল্পে একাধিবার ব্যয় এবং সময় বাড়ানোর পরও এ সড়কের কাজ শেষ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। অসম্পন্ন সড়কটিতে যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগের অন্ত নেই। চলতি বছরের জুন মাসে তৃতীয় মেয়াদে প্রকল্পের শতভাগ কাজ শেষ করার কথা থাকলেও ফের বেড়েছে সময়সীমা। এর আগে এ বছরের ডিসেম্বরে সড়কটির উদ্বোধন করার কথা জানিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা কারণে দফায় দফায় এ প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বেড়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বরে কার্যাদেশ দেওয়া হয়। ২০২০ সালের আগস্ট মাস থেকে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)। ইতোমধ্যে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৭৪৭ কোটি টাকা। প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে শতভাগ কাজ শেষ করার কথা রয়েছে। বর্তমানে সড়কের যেসকল অংশে বাজার রয়েছে সেসব অংশে দ্রুতগতিতে কাজ চলছে।
বিজ্ঞাপন
ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বলেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের কাজ করতে গিয়ে প্রথমদিকে নানা ঝামেলা পোহাতে হয়েছে। বর্তমানে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। লেয়ার স্থাপনের পর পূর্ণাঙ্গভাবে কিছু অংশে চার লেনে উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের প্রজেক্ট তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মো. সোহাগ বলেন, চারলেন উন্নতিকরণ কাজে আমরা প্রতিনিয়ত তদারকি করছি। আমাদের সব কর্মকর্তা নিয়মিত কাজটি দেখভাল করছেন। কাজের মান অত্যন্ত ভালো হচ্ছে। আশা করছি দ্রুত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করবে।
বিজ্ঞাপন
প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ, ধর্মীয় উপাসনালয় পুনঃনির্মাণ, কবরস্থান, শ্মশান স্থানান্তর, ফুটওভারব্রিজ নির্মাণে ব্যয় বাড়ার কারণেই প্রকল্পের সময়-ব্যয় বেড়েছে বলে জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
ফেনী নোয়াখালী সড়কের দ্রুত যান সুগন্ধা পরিবহনের চালক মাহমুদ করিম ঢাকা পোস্টকে বলেন, চারলেন রাস্তার কাজ সম্পন্ন হলে চৌমুহনী থেকে দাগনভূঞা বাজারে আসতে সময় লাগবে ২০ মিনিট। সড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে করতে কাজ শেষ হওয়া জরুরি।
নাহিয়ান নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন ফেনী যাতায়াত করতে হয়৷ দীর্ঘদিন ধরে আমরা চরম ভোগান্তি পোহাচ্ছি। সংশ্লিষ্ট বিভাগ যদি গুরুত্ব দিয়ে কাজ করতো তাহলে হয়তো এত সময় লাগতো না।
দাগনভূঞা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ফেনী-নোয়াখালী সড়কটি চারলেনে উন্নতির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে সড়ক দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমে যাবে।
দাগনভূঞা বাজারের ব্যবসায়ী উসমান গণি বলেন, ফেনী-নোয়াখালী সড়কটি চারলেনের কাজ শেষ হলে যানজটমুক্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। এতে সাধারণের সময় ও ভোগান্তি কমবে।
চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ২০২৪ সালের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। সড়কের কাজ এখনো শেষ হয়নি। উদ্বোধনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তারেক চৌধুরী/আরকে