পঞ্চগড়ে আবারও বার্মিজ অজগর উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি শনিবার (১১ নভেম্বর) সকালে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূধন বর্মন।
তিনি জানান, উদ্ধার হওয়া সাপটির ওজন ৫ কেজি। তার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। দীর্ঘদিন ধরে প্লাস্টিকের মধ্যে আটকে থাকায় তার শরীরে ক্ষত হয়ে পচন ধরেছে। সাপটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ঝালিংগীগছ গ্রামে বিল থেকে উঠে আসা আহত সাপটিকে উদ্ধার করেন বনবিভাগ ও বন্যপ্রাণী আলোকচিত্র শিল্পী ফিরোজ আল সাবাহ। পরে তিনি বনবিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করেন।
স্থানীয় ও বন বিভাগ জানায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামে একটি বিল থেকে উঠে আসা বার্মিজ এ অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে সাপটিকে তারা বস্তায় ভরে বনবিভাগ ও আলোকচিত্রী ফিরোজ আল সাবাহকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তাসহ ফিরোজ আল সাবাহ ঘটনাস্থল হতে সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করেন। সাপটি প্লাস্টিকের রিংয়ে আটকে থাকার কারণে শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ জানান, যত্রতত্রভাবে প্লাস্টিক ফেলার কারণে পরিবেশে জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব পড়ছে। প্লাস্টিকের দূষণ যদি না থাকতো তাহলে বার্মিজ এ অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা যেত। সাপটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউয়ের সভাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী শহিদুল ইসলাম জানান, ‘শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার ভজনপুর এলাকা থেকে বার্মিজ জাতের অজগরটি উদ্ধার করা হয়েছে। বন কর্মকর্তার নির্দেশে সাপটিকে কার্যালয়ে নেওয়া হয়। পরে ক্ষত পরিষ্কার করে চিকিৎসা দেওয়া হয়েছে। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছে। আশা করি দ্রুত সাপটি পুরো সুস্থ হয়ে উঠবে। এর আগে গত ২১ অক্টোবর জেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকার এক ধানখেত থেকে ৮ ফুট দৈর্ঘ্যের প্রায় ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করেছিলাম।
এসকে দোয়েল/আরকে