কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ সব, তারা লাফাচ্ছে নৌকা দিলেই পাস। এবার আমি দেখাতে চাই নৌকা দিলে কেমনে একটু ফেলও করানো যায়। যে আওয়ামী লীগ আমি জন্ম দিয়েছি সেই আওয়ামী লীগ আমি করি না। আমি বঙ্গবন্ধুর দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা। 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশ, পৌরসভার সুইপারে চাকরি দিয়েও টাকা নেয়। এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ধানের শীষ! ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালোই ছিল। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়ন্ত্রণ না থাকে তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কী পাবে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাকে অনেক লোক ভালোবাসে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি ভোট চোরদের বোঝা নেবেন না। চোরদের জন্য বদনামি হইয়েন না। আপনি চোরের নেতা হইয়েন না।

উপনির্বাচনকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে সমানতালে শুধু সিল মারছে। এভাবে সিল দিলে ভোটারের দরকার কী? আর যদি ভোটারের কোনো দরকার না থাকে তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান, তাহলে মার্কা কিন্তু জ্বইলা পুইড়া ছাড়খার হয়ে যাবেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর, আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সখীপুর পৌর সভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব প্রমুখ।

অভিজিৎ ঘোষ/আরএআর