নাটোর টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস
বিএনপি-জামায়াতের ডাকা ৪র্থ দফা অবরোধের প্রথম দিন আজ। এদিন রোববার (১২ নভেম্বর) সকাল থেকে নাটোর বাস টার্মিনালে যাত্রী অভাব ও নিরাপত্তার আশঙ্কায় ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।
নাটোরে শহরের বড় হরিশপুর টার্মিনালের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। যাত্রীর অভাবে ও নিরাপত্তার শঙ্কায় ছেড়ে যাচ্ছে না বাস। বাসের নিরাপত্তাহীনতার জন্য অনেক বাস মালিক তাদের গাড়ি রাস্তায় নামাতে চাচ্ছেন না।
বিজ্ঞাপন
এদিকে সকাল থেকে এ পর্যন্ত জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ থাকতে দেখা গেছে।
তবে গতকাল ১১ নভেম্বর রাতে অবরোধের সমর্থনে শহরের হরিশপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবদলের নেতাকর্মীরা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বেশ কয়েকজন যুবদল নেতা আহতের বিষয় ঢাকা পোস্টকে জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। রাত সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালি ও স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
বিজ্ঞাপন
রোববার সকাল থেকে অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরের সব দোকানপাট স্বাভাবিকভাবে খুলেছে। মহাসড়কে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও শহরে অটোরিকশা সিএনজি ও ব্যক্তিগত প্রাইভেট কার স্বাভাবিকভাবে চলাচল করছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও গোয়েন্দা পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্নস্থানে অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে জানান, অন্য জেলার বাস মালিকরা দূরপাল্লার বাস ছাড়ছে না তাই আমরাও বন্ধ রেখেছি। তবে জেলা অভ্যন্তরে লোকাল কিছু বাস চলাচলের কথা জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী বলেন, অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণে ফোর্স মোতায়েন রয়েছে। কোনো ঘটনা জানার সঙ্গে সঙ্গে অফিসারসহ সেখানে পুলিশ যাচ্ছে।
গোলাম রাব্বানী/আরকে