১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়ে উপকূলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। দিনটিকে স্মরণে রাখতে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন যুব সংগঠনের সদস্যরা।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-এর পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা সভাপতি মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, নভেম্বর মাস এলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি- এই বুঝি সেই ১৯৭০ সালের ঘূর্ণিঝড় আসছে। আমরা বহু বছর ধরে এই উপকূল দিবসের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখছি না। অবিলম্বে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা এবং উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি আমরা।

এছাড়া উপকূল দিবসের দাবী বাস্তবায়নের পক্ষে জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ, কুয়াকাটা, কলাপাড়াসহ বিভিন্ন উপজেলায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এদিকে বরগুনায়ও প্রলয়ংকারী জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা পৌর শহরের নাথপট্টি লেকে এ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জাগো নারীর প্রধান নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাঁসি প্রমুখ। 

বক্তারা বলেন, ১৯৭০ সালে পাকিস্তানের সামরিক সরকার উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোনো প্রকার সংকেত ও ব্যবস্থা না নেওয়ায় ওই সময়ে উপকূলের অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দানসহ একটি উপকূলীয় মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ অংশে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।