জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক ঢাকা পোস্টকে বলেন, দুপুর আড়াইটার দিকে গোলজার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর ঢাকা পোস্টকে বলেন, গোলজার হোসেনকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় একটি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/আরএআর
বিজ্ঞাপন