জয়পুরহাটে যুবদলের মশাল মিছিল
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে জয়পুরহাট জেলা যুবদল। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দলটির নেতাকর্মীরা জয়পুরহাট সদর-আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় মশাল মিছিল করে।
অবরোধের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় ‘ভোট আদায়ের অবরোধ, চলছে-চলবে, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
এ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ ও জয়পুরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।
চম্পক কুমার/এএএ
বিজ্ঞাপন