ফেনীতে বিএনপির কার্যালয়ের সামনে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান
ফেনী জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা/ ছবি- ঢাকা পোস্ট
ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত থেকে তারা সেখানে অবস্থান নেন। জেলা শহরের ইসলামপুর রোডে বিএনপির দলীয় কার্যালয় অবস্থিত।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। বাইরে অবস্থান করছেন ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এখানে বিএনপির অফিস আছে বলে আমাদের জানা নেই। এটি ইসলামপুর রোড ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। অতীতে বিএনপি-জামায়াত এখানে অগ্নিসন্ত্রাস করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা ও স্বস্তি দেওয়ার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে আমরা এখানে অবস্থান করছি।
তিনি বলেন, বিএনপির অফিসে তালা আমরা দিইনি। এখানে কোথায় বিএনপির অফিস তা আমি জানি না। তারা কোনসময় কোনটি অফিস হিসেবে ব্যবহার করে সেটাও আমার জানা নেই।
বিজ্ঞাপন
এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ফেনীর পুলিশ প্রশাসন ক্ষমতাসীনদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বসিয়েছেন। রাত থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে বসে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন। তারা আমাদের সঙ্গে কোনোভাবে একটি ঝামেলা করে গৃহযুদ্ধ লাগাতে চায়। বাস্তবতা হচ্ছে তারা রাজনীতি করে না। ঝামেলা করে বাজারের দোকানপাট লুটপাট করার জন্য এই লুটেরারা অবস্থান নিয়েছে। তারা রাজনৈতিক নেতা নয়, মানুষের পর্যায়েও পড়ে না।
এদিকে বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ফেনীতে এখনো মাঠে নামেনি বিএনপি। এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করে র্যাব।
তারেক চৌধুরী/আরকে