মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে জব্দ ৪৭টি জেলে নৌকা উন্মুক্ত নিলামে ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হয়েছে। একই সময় জব্দকৃত একটি সুতার জাল বিক্রি হয় ৩ হাজার ৪২৬ টাকায়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটি।

ওই কমিটির সদস্য সচিব ও চাঁদপুর  সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, জব্দকৃত নৌকাগুলো বিক্রির জন্য জেলা প্রশাসক ৬ নভেম্বর কমিটি করে অফিস আদেশ দেন। ওই আদেশে ১৫ নভেম্বর উন্মুক্ত নিলামে নৌকাগুলো বিক্রির কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি নৌকা উন্মুক্ত নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে পর্যায়ক্রমে ভ্যাট আইটি ছাড়া বিক্রি হয় ২০ লাখ ৪৯ হাজার ১০০ টাকা। ভ্যাট ও আইটিসহ যার মূল্য দাঁড়ায় ২২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা। বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

প্রসঙ্গত   , মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান করা হয়েছে।

আনোয়ারুল হক/এমএএস